সাভার প্রতিনিধিঃ ভেজাল খাদ্য বন্ধের দাবীতে সাভারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এসময় ভেজাল বিারোধী বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার, ফেস্টুন ও ক্যাপ পরিধান করে মানববন্ধনে অংশগ্রহন করেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ীসহ স্থানীয় এলাকাবাসীরা। বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসষ্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে বেসরকারী সংস্থা কারিতাস।
কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যেগে আয়োজিত মানববন্ধন থেকে বক্তারা বলেন, খাদ্যে ভেজাল দেয় যারা, দেশের শ্রত্রæ তারা। তাই ভেজাল খাদ্য সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত ও সামাজিক আন্দোলন গড়ে তোলতে হবে। সরকারের দৃষ্টি আকর্ষন করে বক্তারা এসময় আরও বলেন, খাদ্যে ভেজাল গোটা জাতিকে নীরবে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। এজন্য প্রশাসনকে নৈতিকভাবে দায়িত্ব পালন করতে হবে। ভেজাল খাদ্য প্রতিরোধে সরকারকে আরো কঠিন অবস্থানে যেতে হবে।
ভেজাল খাদ্য তৈরীতে সম্পৃক্তকারীদের কোনক্রমেই ছাড় দেওয়া যাবে না। আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত সব ধাপে নজরদারি, ভেজালবিরোধী আইনের সঠিক প্রয়োগ। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরালো করা এবং ভেজাল খাদ্য বন্ধের জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়কে বিশেষ ভূমিকা নেওয়ার জন্য অনুরোধ করেন।
মানববন্ধন থেকে মানববন্ধন শেষে আলোচনা সভায় কারিতাস উদ্যম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহাম্মদ খান বলেন, সুস্থ্য জীবন যাপনের লক্ষ্যে ভেজালমুক্ত খাদ্যের বিকল্প নাই। ভেজাল খাদ্য খেয়ে শিশু থেকে শুরু করে সকল বয়সী মানুষ নানা ধরনের অসুস্থতায় ভুগছে। ভেজাল খাদ্য প্রতিরোধে সরকারের পাশাপাশি পরিবার এবং সামাজিক ভাবে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলার জন্য আহবান করেন।
আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভায় বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশগ্রহণ করেন।