সাভার প্রতিনিধিঃ “ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাভারেও নানা আয়োজনে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস। সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ঢাকা জেলা সার্কেল ও উপজেলা প্রশাসনের আয়োজনে সাভার উপজেলা পরিষদের বিজয় একাত্তর সন্মেলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আয়োজিত আলোচনা সভায় বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর প্রধান সায়েমূল হুদা।
প্রধান অতিথির বক্তব্যে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন দিক নির্দেশনা মু্লক বক্তব্য রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার বলেন,গাড়ির চালকদের যেমন আইন মেনে গাড়ি চালাতে হবে তেমনি পথচারীদেরও তাদের জায়গা থেকে সচেতনতা হলেই আমাদের এ আয়োজন সার্থক হবে।
বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম খান বলেন, পর্যাপ্ত ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভাবে রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রণ করা দুরূহ হয়ে যাচ্ছে, এই অবস্থা থেকে উত্তরনের জন্য পথচারীসহ সকলকে এ বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আব্দুল কাদের, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা প্রমুখ। এসময় সাভার উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এছাড়াও নিরাপদ সড়ক চাই (নিসচা) এর আয়োজনে এ দিবস পালন উপলক্ষে সকালে ঢাকার প্রবেশদ্বারখ্যাত আমিন বাজারে র্যালী, আলোচনা সভা ও সদস্যদের মাঝে পরিচয় পত্র বিতরণ করা হয়েছে।