সাভার প্রতিনিধি: সাভার পৌর এলাকার কাতলাপুর মহল্লায় প্রতিবেশীর বিরুদ্ধে জোরপূর্বক বাড়ি দখলের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী জমির মালিক নাজমা বেগম বিষয়টি জানিয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে ভুক্তভোগী নাজমা বেগম উল্লেখ করেন, কাতলাপুর এলাকায় তার শ্বশুরবাড়ির প্রতিবেশী হেলাল মিয়ার স্ত্রী রেজিয়া ও মেয়ে পাপিয়া জোরপূর্বক তাদের মালিকানাধীন দুইটি ঘরের দেয়াল ভেঙে দখল করেছেন এবং ওই বাড়িতে থাকা অন্যান্য ভাড়াটিয়াদেরকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিয়েছে। এছাড়া বাড়ি দখল কাজে বাঁধা প্রদান করায় প্রতিবেশী রেজিয়া ও তার মেয়ে পাপিয়া বহিরাগত সন্ত্রাসী দিয়ে প্রতিনিয়ত প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে।
ভুক্তভোগী নাজমা বেগম বলেন, আমাদের বাড়ির দুটি রুমে আমার ভাই লিটন থাকতো। রেজিয়া ও পাপিয়ার নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসী দিয়ে আমার ভাই লিটন ও তার বন্ধু হিরা আহম্মেদকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ এখনো কোন ব্যবস্থা গ্রহণ না করায় হামলাকারীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে।
ভুক্তভোগী লিটন জানায়, প্রতিবেশী পাপিয়া ও তার ভাইয়েরা বহিরাগত সন্ত্রাসী দিয়ে আমাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে। আমার বন্ধু হীরা আমাকে বাঁচাতে আসলে তাকেও মারধর করেছে সন্ত্রাসীরা। বর্তমানে তারা আমাদের দুটি ঘর দখল করে নিয়েছে এবং বাড়ির ভাড়াটিয়াদেরকে তাড়িয়ে দিয়ে পুরো বাড়ি দখল করার পায়তারা করছে। আমাকে মার ধরার সময় এক সাংবাদিক ছবি তুললে তাকেও লাঞ্ছিত করে সন্ত্রাসীরা। পরে পুলিশ এসে ওই সাংবাদিককে উদ্ধার করেন। আমি সন্ত্রাসীদের বিচার চাই এবং আমার ঘর ফেরত চাই।
লিখিত অভিযোগের তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, আমি বর্তমানে ঢাকায় ট্রেনিংয়ে আছি। আপনি জরুরী সেবা নাম্বারে ৯৯৯ কল করেন, তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।