আশুলিয়ায় পুর্ব শত্রুতার জেরে ডিস ব্যবসায়ীকে হত্যার চেষ্টা

সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় পুর্ব শত্রুতার জের ধরে আব্দুর রাজ্জাক নামে এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে মারধর করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বখাটেদের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে স্থানীয় বখাটে রাকির হোসেন রকি ও রাজু বেপারীর নের্তৃত্বে একদল সন্ত্রাসী আশুলিয়ার কাইছাবাড়ি নবারটেক এলাকায় ওই ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে সাথে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্নের চেইন ছিনতাই করে নিয়ে যায়।

বর্তমানে ভুক্তভোগী ওই ব্যবসায়ী আহত অবস্থায় আশুলিয়ার পলাশবাড়ি এলাকার আবুল হোসেন হাসপাতালে ভর্তি আছে। এঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর শ্যালক সুরুজ মিয়া বাদি হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হামলায় অভিযুক্তরা হলো-আশুলিয়ার বাঁশবাড়ি এলাকার মনির হোসেন মিরাজের ছেলে রাকির হোসেন রকি (৪২) ও আবুল কাশেমের ছেলে মোঃ রাজু বেপারী (২৬) সং অজ্ঞাত পরিচয় ৬/৮ জন। তারা এলাকায় চুরি, ছিনতাই, রাহাজানিসহ নানান ধরনের অপরাধ কর্মকান্ড করে বেড়ায়। এর মধ্যে রাকির হোসেন রাকির বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মাদক ও ছিনতাই মামলা রয়েছে। অন্যদিকে ভুক্তভোগী আব্দুর রাজ্জাক পলাশবাড়ি এলাকার আব্দুল মজিদের ছেলে। সে ঢাকার ধামরাইয়ে অবস্থিত একমি ফার্মায় নিয়মিত মাছ সাপ্লাইয়ের পাশাপাশি আশুলিয়ার কাইছাবাড়ি নবারটেক এলাকায় ডিল লাইনের ব্যবসা করেন।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, অভিযুকক্ত রাকির হোসেন রকি (৪২) স্থানীয় পলাশবাড়ি এলাকায় মোবাইল চুরি করতে দিয়ে ধরা পরেন। সেসময় ডিস ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ঘটনাটির বিচার করে দিলে রাকির হোসেন রকি ক্ষিপ্ত হয়ে যায়। এঘটনাকে কেন্দ্র করে পুর্ব শত্রুতার জের ধরে শুক্রবার বিকেলে রাকির হোসেন রকি তার সহযোগী রাজু বেপারীসহ অজ্ঞাত পরিচয় ৬/৭ জন ধারালো দা, হকিষ্টিক, চাপাতি লোহার রডসহ দেশীয় অস্ত্র-সন্ত্রে সজ্জিত হইয়া ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের উপর হামলা চালায়। এসময় ওই ব্যবসায়ীকে এলোপাথারীভাবে কুপিয়ে তার কাছে থাকা নগদ ১ লক্ষ ৩৫ হাজার টাকা ১ ভরি ওজনে স্বর্নের চেইন ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের শ্যালক সুরুজ মিয়া বলেন, আমার ভগ্নিপতি একমি কারখানায় মাছ সাপ্লাইয়ের পাশাপাশি এলাকায় ডিস লাইনের ব্যবসা করে। তার কাছে সবসময় নগদ টাকা থাকে। কিছুদিন আগে মোবাইল চুরির বিচারকে কেন্দ্র করে পুর্ব শত্রুতার জেরে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী রাকির হোসেন রকি ও রাজু বেপারীসহ অজ্ঞাত পরিচয় ৬/৭ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আমার ভগ্নিপতিকে মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্নের চেইন ছিনতাই করে নিয়ে যায়। আমরা এ ঘটনার সুষ্ঠ তদন্ত এবং বিচার দাবি করছি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক ও লিখিত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা (এসআই) সোহেল রানা বলেন, হামলা, মারধর ও ছিনতাইয়ের লিখিত অভিযোগটি তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!