সাভার ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস 

সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান পরিচালনা করেছে তিতাস। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আওতাধীন আশুলিয়ার তৈয়বপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় প্রায় দুই কিলোমিটার জুড়ে ৫ শতাধিক বাসাবাড়িতে সংযোগকৃত অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়। একই সাথে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত চুলা ও নিম্নমানের রাইজার জব্দ করা হয়েছে।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড’র জোনাল ম্যানেজার আবু-সালেহ-মোহাম্মদ খাদেমুদ্দিন ও আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড’র প্রকৌশলী আবু শাহাদাৎ মোঃ সায়েম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে আরও উপস্থিত ছিলেন, উপ-মহাব্যবস্থাপক কে এম মনিরুল ইসলাম, সাভার তিতাস গ্যাসের উপ-ব্যাবস্থাপক আব্দুল মান্নান, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হোসেন আলমগীর, উপ-ব্যবস্থাপক মো: সাকিব বিন আব্দুল হান্নান, সহকারী ব্যবস্থাপক আল মামুন শেখ, উপ-সহকারী প্রকৌশলী তৌহিদুল ইসলামসহ অন্যান্য কর্মচারীবৃন্দ। এছাড়া অভিযান চলাকালে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিলো।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর জোনাল ম্যানেজার আবু-সালেহ-মোহাম্মদ খাদেমুদ্দিন বলেন, আমরা এই এলাকায় প্রায় ২ কিলোমিটার জুড়ে ৫ শতাধিক বাসা-বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছি। অভিযানের সময় অবৈধ সংযোগে ব্যবহৃত চুলা ও নিম্নমানের রাইজার জব্দ করা হয়েছে। এছাড়াও অবৈধ সংযোগের সাথে জড়িত দুষ্কৃতকারীদের চিণ্হিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, অভিযান চলাকালে খাজানা রেস্টুরেন্ট ও আম্মাজান রেস্টুরেন্টে নেওয়া অবৈধ গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!