সাভারে আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস ২০২৪ পালন

“সামাজিক ও প্রাতিষ্ঠানিক দূর্ব্যবহার বন্ধ করি, ন্যায্য, শান্তিপূর্ণ এবং অর্ন্তভুক্তিমূলক সমাজের জন্য এক সাথে কাজ করি” এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে সাভারের সাস হল রুমে এডাব ঢাকা জেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সাস পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা সমাজসেবা অফিসার কে এম শহীদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি অধ্যাপক দীপক কুমার রায় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জামান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এডাব এর পরিচালক একেএম জসিম উদ্দিন, সাস এর উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ, সনাক এর সাবেক সভাপতি প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আ. খ. ম সিরাজুল ইসলাম ও এইচডিডি’র প্রধান নির্বাহী পরিচালক সীমান্ত সিরাজ প্রমুখ। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাস ইউথ ডেভেলপমেন্ট টীম এর সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সোস্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস) এর নির্বাহী পরিচালক হামিদা বেগম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাস এর সমন্বয়কারী  বাবুল মোড়ল।

বক্তারা দারিদ্র বিমোচনে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানসমূহের সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, অংশগ্রহণ, সর্বোপরি  সুশাসন নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দৃষ্টিভংগির পরিবর্তন ও ইতিবাচক মনোভাব নিয়ে অর্ন্তভূক্তিমূলক সমাজ বিনির্মানে করতে পারলে দারিদ্র বিমোচন সহজ ও সম্ভব হবে। বক্তারা জাতি,ধর্ম, বর্ন নির্বিশেষে সকলকে মানুষ হিসেবে মর্যাদা দিয়ে  সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসহ  সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!