সাভারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন

সাভার প্রতিনিধিঃ সাভারে নিত্য পণ্যের বাজার ক্রেতাদের সাধ্যের মধ্যে রাখতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা করে বাকীদেরকে সতর্ক করে দেয়া হয়। বুধবার দুপুরে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে সাভার নামা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুবকর সরকার।

অভিযানের সময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান করা হয়। কেউ যদি এসব নির্দেশনা অমান্য করে অনিয়মের মাধ্যমে নিত্য পণ্যের দাম বেশী নেয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুবকর সরকার জানান, শ্রমিক অধ্যুষিত এলাকা সাভারের সবচেয়ে বড় আড়ত নামা বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ডালের আড়ত, ডিমের আড়ত ও সবজির বাজার মনিটরিং করা হয় এবং সকল পণ্যের দাম নির্ধারণ করার নির্দেশ দেওয়া হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৪টি প্রতিষ্ঠানকে নগদ ১৩ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়েছে এবং বাকীদেরকে সতর্ক করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার সময় অন্যান্যের মধ্যে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাসেল ইসলাম নূর, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাকন রানী বসাকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!