সাভারে মন্দির থেকে চুরি হওয়া ১৩ ধাতব মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩

সাভার প্রতিনিধিঃ সাভারে একটি বাড়ির ব্যক্তিগত মন্দির থেকে চুরি হওয়া ১৩টি ধাতব মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের মূল হোতাসহ তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস ও ট্রাফিক উত্তর) আব্দুল্লাহিল কাফী। এর আগে, রবিবার রাতে সাভারের মজিদপুর মহল্লা থেকে মূর্তিগুলো উদ্ধারসহ তিন চোরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- সাভারের কাতলাপুরের নিতাইয়ের ছেলে নির্মল (২৫), পার্শবর্তী মজিদপুর এলাকার জাবেদ আলী ব্যাপারীর ছেলে মোঃ আমির হোসেন ব্যাপারী (৫৫) ও ভোলা জেলার সদর থানার বেলু মিয়ার চর গ্রামের মৃত ইউসুফ হাওলাদারের ছেলে শহিদ হাওলাদার (৩৫)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী বলেন, গত ৩০ আগস্ট দুপুর দুইটার দিকে সাভার রেজিস্ট্রি অফিস সংলগ্ন দক্ষিনপাড়া এলাকার সাংবাদিক বরুন ভৌমিক নয়নের বাড়ির চতুর্থ তলায় অবস্থিত পারিবারিক মন্দিরের জানালা ভেঙে ১৩ টি মূর্তি ও অন্যান্য দামী জিনিসপত্র চুরি করে নিয়ে যায় অজ্ঞাত দুই ব্যক্তি। এঘটনায় রবিবার সাভার মডেল থানায় একটি মামলা দায়ের হলে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের নির্দেশনা অনুযায়ী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ। পরবর্তীতে মন্দিরের সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে সন্দেহভাজন দুই ব্যক্তিকে শনাক্ত করে অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় চুরি যাওয়া ১৩ মূর্তিসহ অন্যান্য মালামালও তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মন্দিরের মূর্তি চুরির কথা স্বীকার করেছে। এঘটনায় আসামিদের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

চুরি হওয়া মূর্তি উদ্ধারের পর সাভার মডেল থানায় উপস্থিত ভুক্তভোগী বরুণ ভৌমিক নয়ন বলেন, আমার প্রয়াত মায়ের স্মৃতি স্বরূপ রেখে যাওয়া এই মূর্তিগুলোর মূল্য দিয়ে বিচার করা যাবে না। এটা অনুভূতির বিষয়। মূর্তিগুলো হারিয়ে আমি মানষিকভাবে ভিষণ ভেঙে পরেছিলাম। দ্রুততম সময়ের মধ্যে মূর্তিগুলো উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনায় তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

আয়োজিত সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, হেমায়েতপুর ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!