সাভারে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলামের সংবাদ সম্মেলন

সাভার প্রতিনিধিঃ সাভার প্রতিনিধিঃ নিজেকে সৎ, দুরদর্শী এবং সাহসী উল্লেখ করে আগামী দ্বাদশ জাতিয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী বলে ঘোষনা দিয়েছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম। শুক্রবার সকালে দুই শতাধিক মুক্তিযোদ্ধা ও ৩৫টি শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আশুলিয়া প্রেস ক্লাবের পাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষনা দেন।

সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে ঢাকা-১৯ আসন গঠিত। এর মধ্যে সাভার পৌরসভা এবং তিনটি ইউনিয়ন মিলে ভোটার আছে ২ লক্ষ ৯৩ হাজার, আমার আশুলিয়া থানায় ৫টি ইউনিয়নে ভোটার আছে ৫ লক্ষ ১৬ হাজার। এর মধ্যে শুধুমাত্র আমার ধামসোনা ইউনিয়নেই ১ লক্ষ ৯৬ হাজারের অধিক ভোটার রয়েছে। যেহেতু এটি একটি শিল্প এলাকা তাই এখানে দেশের বিভিন্ন এলাকার লোকজন বসবাস করে। আমি দীর্ঘদিন ধরে তাদেরকে সেবা দিয়ে আসছি। এছাড়া শিল্পাঞ্চলে মাঝে মধ্যেই বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে। আমি সব সময় শ্রমিক ভাই-বোনদেরকে সাথে নিয়ে অগ্রভাগে থেকে সেসব অসন্তোষ মোকাবেলা করেছি।

তিনি বলেন, বিশাল এই জনগোষ্ঠির এলাকায় সৎ, দূরদর্শী এবং সাহসী না হলে নের্তৃত্ব দেয়া সম্ভব নয়। ঢাকা-১৯ আসনে আশুলিয়া থেকেই বিএনপি’র প্রার্থী দেয়া হয়। কাজেই এখানে দল মতের উর্দ্ধে আঞ্চলিকতার একটি টান রয়েছে। স্থানীয় দুই শতাধিক মুক্তিযোদ্ধা ও ৩৫টি শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের অনুরুধে আমি প্রার্থী হয়েছি। একসময় বিএনপির প্রভাব থাকলেও এখন আওয়ামী লীগের অন্যতম ঘাঁটি সাভার- অর্থাৎ ঢাকা-১৯ আসন। তবে আসন্ন নির্বাচনে সাংগঠনিকভাবে দলকে আরো শক্তিশালী করতে নতুনভাবে ভাবতে হবে আমাদের। যেহেতু আসনটিতে অধিকাংশ ভোটার আশুলিয়ায়। ফলে এখান থেকে মনোনয়ন দিলে ভোটের কৌশলেও আওয়ামী লীগ এগিয়ে থাকবে। আমার বাড়ি যেহেতু আশুলিয়ায়, ফলে এটা একটা বাড়তি সুবিধা হবে বলে আমার বিশ্বাস।

আসনটিতে একাধিক মনোনয়নপ্রত্যাশীর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রীর কাছে এমন প্রশ্ন তুলেছিলেন কেউ কেউ। বাংলাদেশের অনেক এলাকায় আওয়ামী লীগের একাধিক মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। তখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, বাগানে অনেক ফুল ফুটবে। যে ফুলটি সবচেয়ে সুন্দর, সেই ফুলটি আমি বেছে নেব। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই আমরা সবাই কাজ করব। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন আমি মাথা পেতে নেব।

সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম দাবি করেন, ভোটের রাজনীতিতে আমি অন্যান্য যে কোন প্রার্থীর চেয়ে এগিয়ে আছি। এজন্য আমি আশাবাদী এবার আমাকেই আগামীতে ঢাকা-১৯ আসন থেকে মনোনয়ন দেয়া হবে। এছাড়া আমি চ্যালেঞ্জ করে করে বলতে চাই, আমি যদি দলীয় মনোনয়ন পাই তাহলে অবশ্যই সংসদ সদস্য হবো এবং আমি জীবিত থাকা অবস্থায় যদি স্বেচ্ছায় এই পদ ছেড়ে না দেই তাহলে আমার কাছ থেকে এটি ছিনিয়ে নেয়া অসম্ভব।

বিভিন্ন প্রশ্নের জবাবে সাইফুল ইসলাম বলেন, আমি একা একা এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হইনি। বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় ৩৫টি শ্রমিক সংগঠনের নেতাসহ স্থানীয় রাজনৈতিক ও সাধারণ মানুষের অনুরোধে আমি মনোনয়নপ্রত্যাশী। আগামীতে তিনি নিজস্ব অর্থায়নে শ্রমিকদের জন্য ৫ বিঘা জমি কিনে করস্থান তৈরী করে দেয়ার ঘোষনা দেন।

আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলার পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান ও ইয়ারপুর ইউপি চেয়ারম্যান সুমন ভুঁইয়া, ঢাকা জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান এনামুল হক মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সাভার আশুলিয়ায় কর্মরত শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!