সাভার পৌর কাউন্সিলর সেলিমের বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

সাভার প্রতিনিধিঃ সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম মিয়ার বিরুদ্ধে দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। এসময় কাউন্সিলর সেলিম ওই ব্যবসায়ীর ক্যাশে থাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ সুজন আহাম্মেদ।

বুধবার সকালে সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লায় অবস্থিত ওই ব্যবসায়ীর মালিকানাধীন সেলিনা স্টীল কিং এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এ মারধরের ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদি হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ব্যবসায়ী সেলিম আহাম্মেদ (৩৪) সাভার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সিআরপি মহল্লার মেছির আহম্মেদের ছেলে।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেলিম মিয়া সেলিনা স্টীল কিং এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক সুজন আহাম্মেদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ওই ব্যবসায়ীকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিলো কাউন্সিলর সেলিম।

একপর্যায়ে বুধবার সকাল ৯ টার দিকে সন্ত্রাসী সেলিম অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে দেশীয় মারাত্বক অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে সেলিনা স্টীল কিং এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা চালিয়ে আবারও ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় ব্যবসায়ী সুজন আহাম্মেদ চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তাকে বেধরক মারধর করে ক্যাশে থাকা দেড় লক্ষ টাকা লুট করে নিয়ে যায় কাউন্সিলর সেলিম ও তার সহযোগীরা। এছাড়া মারধরের ঘটনায় আইনি পদক্ষেপ নিলে ব্যবসায়ী ও তার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। সন্ত্রাসীদের মারধরে ব্যবসায়ীর কানের পর্দা ফেটে গেছে।

ব্যবসায়ী সুজন আহাম্মেদ বলেন, মারধরের পর স্থানীয়রা আমাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সন্ত্রাসী সেলিমকে চাঁদা না দেয়ায় আমার উপর হামলা করেছে এবং ভাংচুর করে ক্ষতিসাধনসহ দেড় লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে। আমি বিষয়টি জানিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। প্রশাসন যাতে ঘটনাটির সুষ্ঠ তদন্ত করে আমাকে আইগত সহায়তা করেন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করেন এটাই আমার দাবি।

লিখিত অভিযোগের তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান শিকদার বলেন, লিখিত অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!