ধামরাই প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে টিউটোরিয়াল হোম স্কুলে ৪০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও শহিদ মেজর মাহবুবুর রহমান স্মৃতি স্বর্ণ পদক প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে স্কুল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার তাজমুন্নাহার।
অনুষ্ঠানে টিউটোরিয়াল হোম স্কুলের গভর্নিং বডির সদস্য সচিব ও অধ্যক্ষ খোদেজা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন মাসুম।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াতের পর অতিথিদের ব্যচ পরিয়ে এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। পরে জাতীয় সংগীত মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন টিউটোরিয়াল হোম এর পরিচালক ও প্রতিষ্ঠাতা সদস্য সিরাজুল হক দুলাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা, কাউন্সিলর মোহাম্মদ আলী ও শিরিন আক্তার শিখা,সহকারী পরিচালক আব্দুস ছালাম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাহফুজুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য মাহমুদুর রহমান জাহেদ,গোপাল দেওয়ান,জিয়াউর রহমান, এস.কে জামানসহ অভিবাবকবৃন্দ।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণ এবং শহিদ মেজর মাহবুবুর রহমান স্মৃতি স্বর্ণ পদক প্রদান করা হয়।