বিকেএসপি চ্যাম্পিয়ন

প্রেস বিজ্ঞপ্তিঃ খুলনার আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত ইয়ং টাইগার্স (অ-১৬) জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২৪ এর ফাইনাল (৩ দিনের লংগার ভার্সন)) খেলায় বিকেএসপি রাজশাহী বিভাগীয় দলের বিপক্ষে ১ম ইনিংস লিডে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। বিকেএসপি ১ম ইনিংসে ২৬০/১০ ও ২য় ইনিংসে ১৬৭/১০ রান করে। পক্ষান্তরে রাজশাহী বিভাগ ১ম ইনিংসে ১৪৮/১০ ও ২য় ইনিংসে ৮১/৫ রান করতে সমর্থ হলে বিকেএসপি বিজয়ী হয়। বিকেএসপি দল তাদের ৬ খেলায় ৫টিতেই রাইট উইন করে।

টুর্নামেন্টের সকল পুরস্কারে বিকেএসপির ছেলেরা একক আধিপত্য বিস্তার করে। ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান বিকেএসপর এস কে জারিফ সিয়াম, ( ( ১২৭ বলে ৮৫ রান), টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক বিকেএসপির আব্দুল্লাহ আল মুহি ( ৬ ম্যাচ, ১১ ইনিংসে ৪০২ রান), সর্বোচ্চ উইকেট টেকার আল রাফি ( ১২ ইনিংসে ৩৩ উইকেট) এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট বিকেএসপির উইকেট কিপার ফরিদ হাসান ফয়সাল (৩৯৫ রান ও ১৪ ডিসমিসাল)।

চ্যাম্পিয়ন বিকেএসপি দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন মন্টু দত্ত, কোচ আক্তার সোহেল আনোয়ার ডিয়ার ও সহকারি কোচ হিসেবে ছিলেন অংকন সাহা ।

উল্লেখ্য ইয়ং টাইগার্স (অ-১৬) জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২৪ এর অ-১৪ ও অ-১৮ প্রতিযোগিতায়ও বিকেএসপি চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!