শ্রমিক অসন্তোষ-উস্কানি, নাশকতার অভিযোগে থাকায় গ্রেপ্তার-৮

আশুলিয়া প্রতিনিধিঃ শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরিসহ গার্মেন্ট শিল্পে নাশকতা ও ধ্বংস করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।এর আগে সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় থানা পুলিশসহ যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলা- দেওয়ান আব্দুল হাই (৫২), রনি (২৭), মোঃ জাহিদুল ইসলাম (২৪), শাহাপরান (৩৩),মোঃ রাব্বি মিয়া (২৫), মোঃ মিজানুর রহমান (৩৮),জাহিদুল (৩৮), মোঃ শুক্কুর আলী (৪০)। এর মধ্যে দেওয়ান আব্দুল হাই আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন এলাকার গার্মেন্ট শিল্পকে অস্থিতিশীল করার জন্য একটি গ্রুপ পাঁয়তারা করছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী গার্মেন্ট শিল্পকে ধ্বংস করতে তারা বিভিন্নভাবে শ্রমিকদের উস্কানি দিয়ে ভাঙচুর, রাস্তা ব্যারিকেট দিয়ে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার পাঁয়তারা করছে। তারা গাড়ি পুড়িয়ে এমনকি আইনশৃঙ্খলা বাহিনীসহ যৌথ বাহিনীর ওপর শ্রমিক লেলিয়ে দিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। এসব উস্কানিদাতা ও নেতৃত্ব প্রদানকারীদের কঠোর হস্তে দমনসহ আইনের আওতায় আনার জন্য থানা পুলিশসহ যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, পোশাক শিল্পের উপর বাংলাদের অর্থনীতি নির্ভরশীল। এ শিল্পকে ধ্বংস করতে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র ও পাঁয়তারা করে আসছে। এরই ধারাবাহিকতায় শিল্পাঞ্চলে আমাদের যৌথবাহিনী অভিযান পরিচালনা করে আসছে। এ অভিযানে আটজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি। এ অভিযান অব্যাহত আছে।

এদিকে সকালে থেকে সাভার আশুলিয়ায় শিল্প কারখানাগুলোতে উৎপাদন অব্যাহত রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে আজও ৪৬টি শিল্প কারখানা অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ আছে। এছাড়া মঙ্গলবার ৯ টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী,  বিজিবি, শিল্প পুলিশ সদস্যদের বিভিন্ন কারখানার গেটে অবস্থায় নেয়ার পাশাপাশি সড়ক মহাসড়কে টহল অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!