পাথালিয়ায় শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মতবিনিময় সভা

আশুলিয়া প্রতিনিধিঃ “উৎসব যার যার, নিরাপত্তা সবার” এই স্লোগানকে সামনে রেখে সাভারের পাথালিয়ায় শারদীয় দুর্গোৎসব ২০২৪ উদযাপন উপলক্ষে এলাকাবাসীদের সাথে মতবিনিময় সভা করেছে বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে পাথলিয়া ইউনিয়নের নয়ারহাট গণবিদ্যাপিঠ স্কুল মাঠে এ জনসভার আয়োজন করা হয়।

পাথালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় পাথালিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, বিএনপিতে কোন চাঁদাবাজ, সন্ত্রাসীর জায়গা হবেনা। বিএনপি একটি সুসংগঠিত দল, এখানে খারাপের কোন জায়গা হবেনা। আমাদের অনেকে নেতাকর্মীদের সাথে সন্ত্রাসী এবং চাঁদাবাজরা ঘুরে বেড়াচ্ছে। আমরা সব খবর রাখছি, অন্য দলের পরিচয়ে যারা এতোদিন মানুষের প্রতি অন্যায় অত্যাচার করে আসছে তাদেরকে দলে ভেরানোর চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না।

এসময় তিনি সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের উদ্দ্যেশে বলেন, যদি এলাকায় থাকতে চান ভালো হয়ে যান। আমাদের সাথে মিশে দলকে বিতর্কিত করবেন তা হবেনা। এখন থেকে এলাকায় কোন মাদক ব্যবসা চলবেনা। যারা অন্যায় অপরাধের সাথে জড়িত থেকে এলাকার পরিবেশ নষ্ট করবেননা।

বিএনপি নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, সাভার একটি সাম্প্রদায়িকতা মুক্ত এলাকা। এখানে আমরা হিন্দু, বৈদ্ধ, খ্রিষ্টান ও মুসলমানসহ সকল ধর্মের লোকজন মিলেমিশে বাস করি। তাই সামনের দুর্গোৎসবকে কেন্দ্র করে সৈরাচারী সরকারের দোসররা বিশৃঙ্খিলা তৈরী করে সামাজিক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করবে। আপনারা সবাই সজাগ থাকবেন। হিন্দু ধর্মালম্বীরা যেন তাদের শারদীয় দুর্গোৎসব সুষ্ঠভাবে পালন করতে পারে সেদিকে খেয়াল রাখবেন এবং সবধরনের সহযোগীতা করবেন।

সভাপতির বক্তব্যে পাথালিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সোবহান বলেন, দীর্ঘ্য ১৫ বছর সৈরাচারী সরকারের অন্যায় অত্যাচার এবং মামলার কারনে এলাকায় থাকতে পারিনি। আমাবার বাবা মারা যাওয়ার পরও মামলার ভয়ে দেখতে আসতে পারিনি। আজকে অত্যাচারী জালিম সরকারের পতন হয়েছে, তারা এখন দেশ ছেলে পালিয়ে গেছে, কিন্তু তাদের দোসররা এ দেশেই রয়ে গেছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি ভালো ভাবে এলাকায় থাকতে পারেন তাহলে থাকবেন। আমরা কোন ধরনের অন্যায় অত্যাচার করবোনা। আর যদি এলাকায় থেকে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করে তাহলে কাউকে ছাড় দেয়া হবেনা।

পাথালিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাভার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, আশুলিয়া থানা সেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম, আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি রকি দেওয়ান প্রমুখ।

এছাড়াও আশুলিয়া থানা, সাভার থানা, সাভার পৌরসভাসহ পাথালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!