সাভারে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

প্রেস বিজ্ঞপ্তিঃ বেসরকারি সংস্থা দি অপটিমিস্টস এর উদ্যোগে সাভারে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে সাস এর প্রধান কার্যালয়ের হলরুমে দি অপটিমিস্টস এর আর্থিক সহযোগিতায় ঢাকা জেলার ৫০জন দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে ৬ লক্ষ ৪৭ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

সভার শুরুতেই দি অপটিমিস্টস এর কার্যাক্রম নিয়ে আলোচনা করেন সেক্রেটারী সাইদুল করীম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমন্বয়কারী বাবুল মোড়ল।

শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের জন্য পরামর্শ দেন। এসময়ে শিক্ষার্থীদের মধ্য থেকে জয়া দত্ত সাভারের বিত্তবান মানুষকে দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন।

শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে দি অপটিমিস্টস এর ঢাকা জেলা পরিচালক মিসেস রোকেয়া হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা সমাজসেবা অফিসার খন্দকার মোঃ শহীদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাস এর নির্বাহী পরিচালক হামিদা বেগম, সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব, সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল কাদের তালুকদার, সাভার সিটিজেন ক্লাব লি: এর চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিটন, সাভার উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ রানী বেগম, সাস এর উপ-পরিচালক মৃদুল চক্রববর্তী এবং দি অপটিমিস্টস এর অর্থ পরিচালক পারভীন ইসলাম।

দি অপটিমিস্টস যুক্তরাষ্ট্রভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বছরে ১২ হাজার এবং মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় পডুয়া শিক্ষার্থীদের বছরে ২৪ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়।

সাভারে ২০১৩ সাল থেকে রানা প্লাজায় ক্ষতিগ্রস্থ শ্রমিকদের সন্তানের জন্য এই শিক্ষাবৃত্তি শুরু হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ব্যক্তিরা শিক্ষার্থীদের এই বৃত্তির অর্থ দিয়ে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!