সাভারে চাঁদা না দেয়ায় লেগুনা চালককে ছুরিকাঘাত

সাভার প্রতিনিধিঃ সাভারে চাঁদা না দেয়ায় মহাসড়কে চলাচলকারী লেগুনায় চাঁদার দাবিতে লেগুনা চালক নাসির শেখ (৩৮) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।এরআগে শুক্রবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার ইমান্দিপুর মহল্লায় এঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- মাসুদুর রহমান ফজা (৪০), মিন্টু কাজী (৪২),তুহিন (২৮),রাসেল খানসহ (৩০) অজ্ঞাত আরো ৪/৫ জন ব্যক্তি হামলা করে।

ভুক্তভোগী নাসির শেখ জানান,‘মাসুদুর ও তার লোকজন সাভার বাসস্ট্যান্ডে প্রতি লেগুনা থেকে ৩’শ করে টাকা প্রতিদিন চাঁদা তুলে। আমি চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আমাকে কোরাইশী মার্কেটের সামনে থেকে একটি অটোরিকশা করে ইমান্দিপুর নিয়ে যায়। সেখানে একটি বাঁশ ঝাড়ে নিয়ে আমাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা।পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে’ বলে জানান তিনি।

এবিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদ জানান,ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!