সাভারে তক্ষক পাচারকালে চক্রের ২ সদস্য আটক

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ করা বিলুপ্তপ্রায় সরীসৃপ শ্রেণীর একটি তক্ষক প্রাণী উদ্ধার করেছে পুলিশ।এসময় পাচার চক্রের ২ সদস্যকে ১০৯ পিস ইয়াবাসহ আটক করে সাভার মডেল থানা পুলিশ।

শনিবার সকালে আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ তক্ষক উদ্ধার ও ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।এরআগে শুক্রবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার হোটেল সোনালী আবাসিকের সামনে থেকে তক্ষক উদ্ধার ও ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করে।

আটককৃতরা হলেন- মো. ইউসুফ আলী (৩৫) ও মো. মামুন হোসেন (২৮)। তারা উভয়ই যশোরের শার্শা থানা এলাকার বাসিন্দা।

এবিষয়ে সাভার মডেল থানার আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ জানান,ওই দুই ব্যক্তি ১০৯ পিস ইয়াবাসহ ও পাচারের উদ্দেশ্যে একটি তক্ষক বহন করছিল।এসময় ওই দুই ব্যক্তিকে তল্লাশি করলে তাদের কাছ থেকে তক্ষক উদ্ধার ও লুকানো অবস্থায় ১০৯ পিস ইয়াবা পাওয়া যায়।তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।

এছাড়া বনবিভাগের কর্মকর্তাদের কাছে শুক্রবার রাতে তক্ষকটি হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!