সাভারে ভেজালমুক্ত খাবারের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সাভারে ভেজালমুক্ত খাবারের দাবী জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন কারিতাস। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে সাভারের ডেনমার্কেট কামাল গার্মেন্স রোড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ব্যানার, ভেজাল বিারোধী শ্লোগান লেখা ফেস্টুন ও ক্যাপ পরিধান করে শিক্ষক, ব্যবসায়ী, কারিতাস উদ্যম প্রকল্পের সামাজিক দলের সদস্য, নেটওর্য়াক ফোরামের সদস্যবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন, কারিতাস উদ্যম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহাম্মদ খান, আগস্টিন মিন্টু হালদার, সুমন জন রোজারিও , সমাজসেবক মনির হোসেন, দিলদার হোসেন, আব্দুর রাজ্জাক, কামরুল হাসান, গীতা রানী কর্মকার, চিনু রানী কর্মকার, আফরোজা আক্তার, সালমা, খলিলুর রহমান প্রমূখ।
মানববন্ধনে এসময় বক্তারা সরকারের নিকট দাবি তুলে বলেন, ভেজাল খাদ্য প্রতিরোধে সরকারকে আরো কঠিন অবস্থানে যেতে হবে। মাননিয়ন্ত্রণের জন্য সরকারের তদারকি বাড়ানো জরুরী। কিছু অসাধু ব্যাবসায়ী অতিরিক্ত মোনাফার লক্ষ্যে খাদ্যে ভেজাল মিশ্রিত করছেন। ভেজাল খাদ্য তৈরীতে সম্পৃক্তকারীদের কোনক্রমেই ছাড় দেওয়া যাবে না। ভেজাল রোধে দরকার ভোক্তা অধিকার আইন ও দায়িত্ব সম্পর্কে জনসচেতনতা, প্রচার মাধ্যমের দায়িত্বশীলতা, প্রতারণামুলক বিজ্ঞাপন বন্ধ করা। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত সব ধাপে নজরদারি, ভেজালবিরোধী আইনের সঠিক প্রয়োগ। খাদ্যে ভেজালকারীদের কঠিন শাস্তির আওতায় আনা। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরালো করা এবং এ ব্যাপারে কৃষি, খাদ্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিশেষ ভূমিকা পালন করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!