শেষ হচ্ছে জনদূর্ভোগ, সিএন্ডবি-আশুলিয়া সড়কের নির্মান কাজের উদ্বোধন

সাভার প্রতিনিধিঃ সাভারের অত্যন্ত ব্যস্ততম সিএন্ডবি-আশুলিয়া সড়কের নির্মান কাজের উদ্বোধন করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, এমপি। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে খানা-খন্দে ভরা সড়কটি দিয়ে চলাচলকারী লক্ষ লক্ষ মানুষের দূর্ভোগ লাঘব হতে যাচ্ছে। মঙ্গলবার বিকেলে সাভারের কলমা বাসষ্ট্যান্ড এলাকায় নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্থ ও শক্তিশালীকরণ প্রকল্পের অধিন সাভার উপজেলাধীন ঢাকা-আরিচা হাইওয়ে থেকে আশুলিয়া জিসি সড়ক আরসিসি দ্বারা প্রশস্থ ও শক্তিশালীকরণ (চেই, ০০-৪১৭২মিঃ) কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা প্রকৌশলী সালেহ হাসান প্রামানিক, সাভার সদর ইউনিয় পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ সোহেল রানা প্রমুখ।

সাভার এলজিইডি কার্যালয়ের বাস্তবায়নে ১৫ কোটি টাকা ব্যয়ে সিএন্ডবি থেকে চারাবাগ পর্যন্ত ৪ কিলোমিটার সড়কের নির্মান কাজ করবে লাভলু এন্ডার প্রাইজ।

উদ্বোধনী অনুষ্ঠানে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, এমপি বলেন, বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। রাস্থা-ঘাট, ব্রিজ-কালভার্ট, ফ্লাইওভার, আন্ডারপাস, উরালসেতু, মেট্রোরেলসহ বড় বড় মেঘা প্রকল্প বাস্তবায় করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নের্তৃত্বে প্রত্যেটা সেক্টরেই উন্নতি হওয়ায় আমরা এখন উন্নয়নশীল দেশের তালিকায় আছি। সামনেই জাতীয় নির্বাচন আসছে। আপনারা আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনলে দেশ উন্নয়নের স্রোতে ভাসতে থাকবে। তাই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি সবার কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সোহেল রানা বলেন, সিএন্ডবি-আশুলিয়া সড়কের সিএন্ডবি থেকে চারাবাগ পর্যন্ত সড়কটি দীর্ঘদিন বেহলায় অবস্থায় থাকায় প্রতিদিন শিল্পাঞ্চলের এই সড়ক দিয়ে চলাচলকারী লক্ষ লক্ষ মানুষের কষ্ট হতো। বিশেষ করে বৃষ্টির সময় বড় বড় খানা খন্দের সৃষ্টি হলে মানুষের দুর্ভোগ আরও বেড়ে যেতো। আজকে সড়কটির আরসিসি কাজের উদ্বোধন হওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাঘব হতে যাচ্ছে। তবে তিনি বলেন, সিএন্ডবি থেকে কলমা আসার ঢালে একটি ঝুঁকিপূর্ন কালভার্ট রয়েছে যেটি এই কাজের সাথে বর্ধিত করা হবে। কিন্তু কালভার্টটির যে অবস্থায় এটি নতুন করে নির্মান করা না হলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই জনগনের দূর্ভোগের কথা চিন্তা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে দৃষ্টি আকর্ষন করে সড়কের নির্মান কাজের সাথে কালভার্টটিও নতুন করে নির্মানের দাবি জানান এই জনপ্রতিনিধি।

উদ্বোধনী অনুষ্ঠানে এলজিইডির অফিসের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নের্তৃবৃন্দসহ এলাকার সাধারন মানুষ উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে খুশিতে উপস্থিত লোকজনকে মিষ্টি মুখ করান ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্তধিকারী মোহাম্মদ সালাউদ্দিন লাভলু। তিনি বলেন আমিও ঢাকা মহানগর উত্তর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক। যেহেতু আমি সরকারি দলের লোক, তাই আমি সড়কটি নির্মানের ক্ষেত্রে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!