সাভার প্রতিনিধিঃ সাভারে কারখানা কর্মকর্তাদের মারধর ও ভাঙচুরের অভিযোগে শ্রমিক ছাঁটাইয়ের একদিন পর আনলিমা টেক্সটাইল নামক তৈরী পোশাক কারখানার একটি শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজে যোগদান করতে এসে পৌরসভার উলাইল এলাকায় অবস্থিত কারখানাটির মূল ফটকে বন্ধের নোটিশ ঝুলতে দেখে বাড়ি ফিরে যায়।
এর আগে গত মঙ্গলবার শ্রম আইন না মেনে বিভিন্ন সময় শ্রমিক ছাঁটাই ও তাদের পাওনাদিও পরিশোধ না করায় দিনভর কাজ বন্ধ রেখে বিক্ষোভ করে কয়েকশ শ্রমিক। এসময় তারা কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ তুলে সুষ্ঠ বিচার দাবি করেন। এঘটনায় আনলিমা টেক্সটাইল লিমিটেড কারখানার আরএমজি শাখাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে।
বন্ধের নোটিশে উল্লেখ করা হয়েছে, আনলিমা টেক্সটাইল লিমিটেডের আরএমজি শাখার সকল শ্রমিক/কর্মচারীদের জানানো যাচ্ছে যে মঙ্গলবার কারখানা কর্মকর্তাদের মারধর ভাঙচুরের কারণে কারখানার কর্মপরিবেশ ব্যাঘাত হওয়াতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক কারখানার আরএমজি শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হল। পরবর্তীতে কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানার আরএমজি শাখা খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে।
আনলিমা টেক্সটাইল লিমিটেড কারখানার মূল ফটকে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মী মোঃ মোস্তফা বলেন, কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ লাগানো রয়েছে। সকালে শ্রমিকরা কারখানায় এসে বন্ধের নোটিশ দেখে চলে যায়। এছাড়া কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে কথা বলা যাবে না বলে জানিয়ে দেন এবং তার কাছে যোগাযোগের কোনো নাম্বারও নেই বলেও জানান।
শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার রাশিদুল বারী বলেন, মঙ্গলবার কারখানায় শ্রমিক বিক্ষোভের পর কারখানাটির একটি শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে সকালে শ্রমিকরা কারখানায় এসে বন্ধের নোটিশ দেখতে পেয়ে চলে যায়। তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা তাড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।