আশুলিয়া প্রতিনিধিঃ অবৈধভাবে দেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেত কাশিমপুরের সুলতান মার্কেট এলাকায় অভিযান পরিচালনা কেরেছ তিতাস কর্তৃপক্ষ। আশুলিয়া তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানির আওতাধীন সুলতান মার্কেট এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে দেওয়া প্রায় পাঁচ শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় বার্নারগুলো খুলে নেওয়া হয়।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাশিমপুর থানার সুলতান মার্কেট এলাকায় এই অভিযান পরিচালনা করেন আশুলিয়া তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানির ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম।
অভিযানের বিষয়ে প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম বলেন, একটি অসাধু চক্র ওই এলাকায় নিম্নমানের পাইপ ও ফিটিংস ব্যবহার করে তিতাসের মূল সঞ্চালন পাইপ থেকে অবৈধভাবে আবাসিক সংযোগ দিয়েছিল। খবর পেয়ে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় চারটি সঞ্চালন পাইপের প্রধান পয়েন্ট বন্ধ করে প্রায় তিন কিলোমিটার এলাকার ৫ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করি। খুলে নেওয়া হয় অন্তত ৫ শতাধিক বার্নার। এ ছাড়া প্রায় ৪০০ মিটার নিম্নমানের পাইপ জব্দ করা হয়।
অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন আশুলিয়া তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানির উপব্যবস্থাপক আনিসুজ্জামান, সাভার তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানির উপব্যবস্থাপক মো. সাকিব বিন আব্দুল হান্নান, আশুলিয়া তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানির সহকারী প্রকৌশলী আসোয়াত হোসেন, মো. সুমন আলী, সাভার তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানির সহকারী প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম ও আশুলিয়া তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানির উপসহকারী প্রকৌশলী গোলাম সরোয়ারসহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।