জাতীয় স্মৃতিসৌধে ১২ দেশের সামরিক কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন

সাভার প্রতিনিধিঃ সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ১২টি দেশের ১৪ জন সামরিক বাহিনীর কর্মকর্তা। রবিবার সকাল ৯ টার দিকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে পর্যায়ক্রমে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জন ডেম্পসি, চীনের সিনিয়র কর্নেল ডু জিংসেন, ভারতের ব্রিগেডিয়ার মানমিত সিং সাবারওয়াল, ইন্দোনেশিয়ার কর্নেল আজওয়ান আব্দি, মিয়ানমারের ব্রিগেডিয়ার সো ন্যুয়েত, নেপালের ব্রিগেডিয়ার রোশান শামসের রানা, ফিলিস্তিনের কর্নেল মাহমুদ সারাওনাহ, রাশিয়ার কর্নেল সারগেই ভিক্টরোভিচ নেয়দেনভ্ ও লেফটেন্যান্ট কর্নেল আলেক্সি ইয়্যুরিভিচ তেরেকভ, তুরস্কের কর্নেল এরদাল শাহীন, যুক্তরাজ্যের লেফটেন্যান্ট কর্নেল জন ক্র্যাফোর্ড ম্যাকলিলান স্কর্ট, যুক্তরাষ্ট্রের লেফটেন্যান্ট কর্নেল মাইকেল এরিক দ্যিমেশেই ও মেজর ইয়ান লিওনার্দ।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর আগত সামরিক কর্মকর্তাদের পক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআইয়ের) মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক।

এসময় তিনি বলেন, ‘দেশের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক, মিলিটারি ও ডিফেন্স অ্যাটাচের কর্মকর্তারা জাতীয় স্মৃতিসৌধে এসেছেন। ডিজিএফআইয়ের ব্যবস্থাপনায় ১২টি দেশের ১৪ জন সামরিক কর্মকর্তা বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে সকল দেশের সাথেই বন্ধুত্ব, কারও প্রতিই আমাদের বৈরিতা নয়।

পরে বাংলাদেশের পোশাক খাতের সমৃদ্ধি, পরিবেশ গুণগত মানসহ বিভিন্ন বিষয় সমুন্নত রাখতে সাভারের আশুলিয়ার কাঁইচাবাড়ী এলাকায় অবস্থিত টিম গ্রুপের ‘ফোর এ ইয়ান ডাইং’ নামে একটি পোশাক কারখানা পরিদর্শন করেন সামরিক কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!