গণ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তিঃ উত্তরাধিকার আইনের কারণে বাংলাদেশের নারীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়ে থাকে। এ কারণে নারী নির্যাতন বন্ধে বৈষম্যমূলক পারিবারিক আইন পরিবর্তন করতে হবে। সোমবার সাভার গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তরা এসব কথা বলেন। গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য এ্যারোমা দত্ত।

প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অনেক এগিয়ে। নারী উন্নয়নে প্রতিটি পরিবারের ছেলে মেয়েকে সমান সুযোগ দিতে হবে। সম্ভব হলে মেয়ে সন্তানকে একটু বেশি সুযোগ দিতে হবে। মেয়েদের শিক্ষাই একমাত্র অস্ত্র, যে অস্ত্র দিয়ে সুস্থ্যভাবে, সৎভাবে নারী এগিয়ে যেতে পারবে।

অনুষ্ঠানের বিশেষ আলোচক উন্নয়ন বিশেষজ্ঞ জাকিয়া কে হাসান বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। নারীদেরকে অর্থনৈতিকভাবে ক্ষমতায়তন করতে হবে। গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজুল ইসলাম চৌধুরী, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক নীলুফার সুলতানা, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ এবং গণ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরী বোন আলেয়া চৌধুরী অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। সবশেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!