আশুলিয়ায় মে দিবসে নারী শ্রমিকে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার

সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় মে দিবসে পারিবারিক কলহের জেরে স্বামীর পিটুনিতে ময়না বেগম (৬০) নামে এক নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এঘটনায় ঘাতক স্বামী তৈমুর রহমানকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে সন্ধ্যায় স্বামীর পিটুনিতে গরুতর আহত অবস্থায় ওই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়না বেগমকে মৃত ঘোষণা করেন।

নিহত ময়না বেগম আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকায় স্বামী তৈমুর রহমানের সঙ্গে ভাড়া থাকতেন এবং স্থানীয় গ্রামীণ নিটওয়্যার লিমিটেড নামক তেরী পোশাক কারখানায় ক্লিনার পদে চাকরি করতেন। তার স্বামী তৈমুর রহমান নওগাঁ জেলার নিয়ামতপুর থানার নিরাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দিন মজুরের কাজ করতেন।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এর একপর্যায়ে স্বামীর বেধরক পিটুনিতে ময়না বেগম জ্ঞান হারিয়ে ফেললে তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে সংসারের আর্থিক অভাব অনটন নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগে থাকতো বলে জানায় স্থানীয়রা।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ বদিউজ্জামান বলেন, নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় ঘাতক স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!