সাভারে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন

সাভার প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর সোনার বাংলায়, বৈষম্যের স্থান নাই, বৈষম্য নিপাত যাক, পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক” এমন নানা স্লোগানকে সামনে রেখে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির অভিন্ন চাকরীবিধি বাস্তবায়নের দাবিতে সাভারে কর্মবিরতি পালন করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার দুপুরে দেশব্যাপী কর্মবিরতির অংশ হিসেবে সাভারে ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর সদর দপ্তরের সামনে ১৬ দফা দাবিতে সকল কাজ বন্ধ রেখে কর্মবিরতী পালন করেন তারা।

সারাদেশে ৮০টি পল্লীবিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার গ্রাহকের পেশাগত সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ পল্লীবিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়ার কারণে কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত, স্ট্যান্ড রিলিজ ও বাপবিবো-এ সংযুক্ত করার প্রতিবাদে তারা এ কর্মবিরতি পালন করছেন।

এসময় বক্তারা বলেন, সারাদেশে ৮০টি পল্লীবিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারি পেশাগত সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ পল্লীবিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়ার কারণে ৬জন এজিএমকে সাময়িক বরখাস্ত, স্ট্যান্ড রিলিজ এবং বাপোবিবো-এ সংযুক্তি করার প্রতিবাদ করে পদ-পদবি ও পদমর্যাদার বৈষম্য, চুক্তিভিত্তিক নিয়োগ স্থায়ী করা, পদোন্নতির সুযোগ রাখা, ছুটি ভোগের সুবিধা, ৫ শতাংশ বিশেষ প্রণোদনাসহ ১৬ দফা দাবি তুলে ধরেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!