সাভারে সড়কে অভিযান, ৬১ হাজার টাকা জরিমানা আদায়

সাভার প্রতিনিধিঃ সাভারে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় সড়কে চলাচলকারী বিভিন্ন পরিবহনে অভিযান চালিয়ে ৬১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকার ডিওএইচএস সেনা পাবলিক স্কুল ও কলেজের সামনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশুলিয়া রাজস্ব সার্কেল শহীদুল ইসলাম সোহাগ বলেন, ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬, ৭৫ এবং ৯২ ধারায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় গাড়ির ফিটনেস না থাকা, লাইসেন্স না থাকা, রোড পারমিট না থাকা, মোটরসাইকেলে চালকসহ ২ এর অধিক যাত্রী পরিবহন, হেলমেট না থাকা, উল্টো পথে গাড়ি চালানো ইত্যাদি অপরাধে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে মোট ১৬টি মামলায় ৬১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

একই সঙ্গে গাড়িচালক এবং যাত্রীদের সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা সম্পর্কে অবহিত করা হয়। জনস্বার্থে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এসময় নবীনগর জোনের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), সাভার ট্রাফিক কার্যালয়ের পুলিশ সার্জেন্ট এবং আশুলিয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!