সাভারে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

সাভার প্রতিনিধিঃ ঢাকার সাভারে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে আহতদের মধ্যে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আকাশ মাহমুদ (২১) মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার চর কল্যানপুর গ্রামের মোঃ আবুল বাশারের ছেলে। বর্তমানে তিনি সাভারের ব্যাংক কলোনী এলাকায় পরিবারের সাথে ভাড়া থাকতেন।

নিহতের পরিবারের দাবি, আকাশ মাহমুদ একটি তামাকজাত পণ্য তৈরির কোম্পানিতে চাকরি করতো। সেদিন রাতে সিগারেট সরবরাহ শেষে বাড়ি ফেরার পথে ওই এলাকায় দাঁড়িয়ে ঝালমুড়ি খাবার সময় পেছন দিক থেকে কিশোর গ্যাংয়ের হামলায় মারাত্মকভাবে আহত হয় সে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে দুই হাত, বুক ও পেটের বাম পাশে গুরুতর জখম হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত রবিবার (৯ জুলাই) রাত ১০ টার দিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন সাভারের রাজ্জাক প্লাজা ও সুপার ক্লিনিকের গলিতে স্থানীয় পিনিক রাব্বি ও হৃদয় গ্রুপ নামে দুটি কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় চারজন। এদের মধ্যে আকাশ মাহমুদ (২১) বুধবার দুপুরে মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!