১৬ বছর পর সাভারে থেকে পলাতক আসামি গ্রেপ্তার

সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়া থেকে ১৬ বছর ধরে পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত ৮ টার দিকে আশুলিয়া ডেন্ডাবর এলাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার লুৎফুর রহমান জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার আব্দুল ফকিরের ছেলে। সানোয়ার হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি ১৬ বছর ধরে তিনি পলাতক ছিলেন।

উল্লেখ্য, মামলার বিবরণে বলা হয়েছে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে লুৎফুর ও তার সহযোগীরা জয়পুরহাট সদর উপজেলার মজিবর রহমানের বাড়িতে হামলা চালিয়ে মজিবরকে কুপিয়ে হত্যা করে তারা বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় মজিবরের ছেলে এ রাজ্জাকও আহত হন। এ ঘটনায় লুৎফুর রহমানসহ তিনজনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।

পরে ২০২৩ সালের ২০ জুন জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করে। সুত্রঃ ইউএনবি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!