আশুলিয়ায় পুলিশের ভয় দেখিয়ে গার্মেন্টস কর্মীকে মারধর, থানায় অভিযোগ

আশুলিয়া প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হিরা আক্তার (১৮) নামের এক গার্মেন্টস কর্মীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় তিন জনের নাম উল্ল্যেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

শনিবার সকালে এব্যাপারে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী তরু ণীর ভাই। বেধড়ক মারধর করে লাঞ্ছিত করেছে বলে দাবি ভুক্তভোগীর। এরআগে গত ২১শে সেপ্টেম্বর জামগড়ার শিরু মার্কেটের উত্তর পার্শ্বে জিয়ার ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, গোপালগঞ্জ জেলার ঘোরাদাই গ্রামের মো. রুমান (৪৫), তার স্ত্রী খাদিজা (৪২) ও মেয়ে তাজরিন (২০)। তারা তিন জনে মিলে মারধর ও কামড়িয়ে রক্তাক্ত জখম করে উল্টো থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগীর পরিবার জানায়, রোমান গত ১ মাস ধরে তাদের পাশের ফ্ল্যাট ভাড়া নেয়। এর মধ্যেই আশেপাশের ভাড়াটিয়াদের ব্যাপক মারধর করা শুরু করেন। তিনি পুলিশের ভয় দেখিয়ে আতঙ্কিত করার চেষ্টা করেন ভুক্তভোগীদের। ফলে কেউ থানায় যেতে সাহস পায়নি। গত ২১ সেপ্টেম্বর একটি বিড়ালকে কেন্দ্র করে হিরা আক্তারকে বেধড়ক মারধর করেন।

ভুক্তভোগীদের অভিযোগের তদন্তকারী কর্মকর্তা (এসআই) ভজন কুমার বলেন, আমি ঘটনাস্থলে অভিযোগের তদন্তে এসেছি। তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!