ফিলিস্তিনে অসহায় মুসলিমদের হত্যার প্রতিবাদের সাভারে বিক্ষোভ

সাভার প্রতিনিধিঃ অসহায় ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্যাতন ও হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে সাভারে বিক্ষোভ মিছিলসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে ধর্মপ্রান মুসুল্লিরা। শুক্রবার জুম্মার নামাজ শেষে ঢাকা-আরিচা মহসাড়কের গেন্ডা এলাকায় উপজেলা গেইটের সামনে ঢাকা জেলা জাকের পার্টির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নেন মুসল্লিরা। এসময় তারা সরকারের অনুমতি নিয়ে ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে নিজেদের জীবন উৎসর্গ করার ঘোষণা দেন।

শুক্রবার ঢাকা জেলা জাকের পার্টি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের প্রায় এক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে সাভার মডেল মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন তারা।

এসময় বক্তারা বলেন, ইসরাইল অসহায় ফিলিস্তিনিদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে। হাসপাতালে বোমা হামলা চালিয়ে অসহায়দের হত্যা করছে। প্রতিদিন হাজারো নিষ্পাপ শিশুদের নির্মম ভাবে হত্যা করে পৈশাচাকতা চালাচ্ছে। কিন্তু পশ্চিমারা এই হত্যাযজ্ঞের পক্ষে অবস্থান নিয়েছে। তাই সারাদেশে জাকির পার্টির সমর্থকরা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে অসহায় ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধ করে যুদ্ধ বিরতির মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়ারপ আহ্বান জানান তারা।

ঢাকা জেলা জাকের পার্টির সভাপতি সামছুদ্দিন মোল্লা বলেন, ফিলিস্তিনিদের উপর ইসরাইলের নির্মম নির্যাতন অবিলম্বে বন্ধে আজ সারাদেশে আমাদের দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছি। জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে আমরা আমরা ফিলিস্তিনিদের জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। তাই সরকারের অনুমতি পেলে আমরা ফিলিস্তিনে গিয়ে যুদ্ধে অংশ নিতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!