বিসিকে ‘বঙ্গবন্ধু বিজয় মেলা-২০২৩’ আয়োজন

প্রেস বিজ্ঞপ্তি: দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের (সিএমএসএমই) পণ্য ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণে সহায়তা প্রদানের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু বিজয় মেলা-২০২৩’ আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উক্ত মেলায় অংশগ্রহণে আগ্রহী সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। মেলায় অংশগ্রহণের প্রয়োজনীয় তথ্য নিম্নরূপ:

মেলার নাম : বঙ্গবন্ধু বিজয় মেলা-২০২৩

মেলার স্থান : বিসিক ট্রেনিং ইনস্টিটিউট চত্বর, বাড়ি-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা-১২৩০

সময়কাল : ১০-১৯ ডিসেম্বর ২০২৩ (১০ দিন), প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে রাত ০৯.০০ টা পর্যন্ত

স্টল সংখ্যা : ৬০ টি (আগে আসলে আগে পাবেন ভিত্তিতে স্টল বরাদ্দ দেয়া হবে)

স্টল ফি : ৭,০০০/- (বিসিক নিবন্ধিত)/ ১০,০০০/- (বিসিক অনিবন্ধিত)

ফি জমাদানের মাধ্যম : পে-অর্ডার [Small Cottage Industries Training Institute বরাবর]

আবেদনের তারিখ : ২২ নভেম্বর ২০২৩ হতে ০৮ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত

আবেদনপত্রের সাথে ট্রেড লাইসেন্স, টিআইএন, বিসিক নিবন্ধন (যদি থাকে), ছবি ও পে-অর্ডার সংযুক্ত করতে হবে। বিস্তারিত তথ্য, আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের জন্য যোগাযোগ করুন: প্রশাসনিক কর্মকর্তার দপ্তর, বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (নীচ তলা), মোবাইল: ০১৯১২০২৪৫৪২/০১৭১০০১৩১৬১/০১৫৫৮০০৪৬৫৮/০১৫৩১২৯২৪৬৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!