ক্ষমতার ছায়াতলে সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ-গণতন্ত্র মঞ্চ

প্রেস বিজ্ঞপ্তিঃ গণসংহতি আন্দোলনের কার্যালয়ে অনুষ্ঠিতগণতন্ত্র মঞ্চের এক সভায় নেতৃবৃন্দ সারাদেশে একের পর এক ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছনে। এসময় মঞ্চের বর্তমান সমন্বয়ক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সাভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু ও জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্য কামাল উদ্দিন পাটোয়ারী।

সভা থেকে বক্তারা বলেন সবগুলোর ঘটনায় ক্ষমতাসীন দলের লোকজনের বিরুদ্ধে কিংবা ক্ষমতার যোগসাজস আছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। নোয়াখালীর সুবর্ণচরে আবারো গৃহবধূ ও তার ১২ বছরের শিশু কন্যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে উঠেছে, খুলনার ডুমুরিয়াতে উপজেলা চেয়ারম্যান ও ওর জেলা আওয়ামী লীগ নেতা এজাজ আহমেদের বিরুদ্ধে ধর্ষণ এবং ধর্ষিতা মামলা করতে গেলে তাকে অপহরণের অভিযোগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষক কর্তৃক নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এরকম সব ঘটনা একের পর এক আমাদের সামনে আসছে। নেতৃবৃন্দ বলেন এগুলো আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন মনে হলেও কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশে জবাবদিহিহীনভাবে যেভাবে নিরঙ্কুশ ক্ষমতা সরকারি দল ও তার সহযোগীরা ভোগ করছে তার ছায়াতলে থেকে ক্ষমতার উৎকট প্রকাশ হচ্ছে এসব ধর্ষণ। দেশে আইন ,বিচার, নৈতিকতা সবকিছু যেভাবে ভেঙে পড়ছে, যেভাবে ক্ষমতাসীনরা যা ইচ্ছা তাই করার লাইসেন্স পাচ্ছে, অপরাধ করে শুধু পারই পাচ্ছে না, বরং অপরাধ করার ক্ষমতাকে যেভাবে উদযাপন করা হচ্ছে তা আসলে রাষ্ট্রীয়ভাবে যে জবাবদিহিহীন ক্ষমতা তার ই পার্শ্বপ্রতিক্রিয়া।

নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র ধ্বংস করা হয়েছে, পুরো অর্থনীতি আজ ক্ষমতাসীন লুটেরা গোষ্ঠীর ভয়ংকর খাবার কবলে, সার্বভৌমত্বও আজ বিপর্যস্ত। এই বিকারগ্রস্ত ক্ষমতার প্রতিক্রিয়ায় দেশের নারীদের শুধু নয় সমগ্র জনগোষ্ঠীকেই এক আতঙ্কের সমাজে বসবাস করতে হচ্ছে। ফলে বিচারের দাবিই আজ আর যথেষ্ট নয়। ধর্ষকের বিচারের পাশাপাশি এই পৃষ্ঠপোষকতাকারী ব্যবস্থার রাজনৈতিক চরিত্রের বদল আজ আমাদের জন্য অত্যাবশ্যক। যেভাবে ভুয়া ভোটের মাধ্যমে জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে গলা টিপে মেরে এই জবাবদিহিতাহীন ক্ষমতা জনগণের ঘাড়ে চেপে বসেছে তার অবসান না ঘটিয়ে সেটা কিছুতেই করা যাবে না।

গণতন্ত্র মঞ্চের সভায় আরো উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার ও প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী দীপু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ন আহবায়ক ড. আবু ইউসুফ সেলিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!