সাভারে পুলিশের এএসআইকে মারধর, আটক ৩

সাভার প্রতিনিধিঃ সাভারে তদন্ত করতে গিয়ে মারধরে গুরুতর আহত হয়েছে সাভার মডেল থানার এ এস আই জলিল। সোমবার (৩ জুন) রাত ১২ টার দিকে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের মধুরচর এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

এলাকাবাসীরা জানায়, মধুরচর এলাকায় সম্প্রতি এক যুবক তার স্ত্রীকে পরিবারে অশান্তি সৃষ্টির অভিযোগে বাড়ি থেকে বের করে দেন। পরে ওই নারী সাভার মডেল থানায় স্বামীর নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সোমবার রাতে ওই নারী সাভার মডেল থানার এএসআই জলিলকে নিয়ে অভিযুক্তের বাড়িতে কথা বলতে গেলে অভিযুক্তের পরিবার ভুয়া পুলিশ বলে এএসআই জলিলকে মারধর করে গুরুতর আহত করেন। খবর পেয়ে অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহ তিনজনকে আটক করেছে। আটককৃতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত পুলিশের এ এস আই জলিলকে চিকিৎসার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, এঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!