সাভারের ১০ কিলোমিটার সড়কজুড়ে যানজট

সাভার প্রতিনিধিঃ ঈদ উদযাপন শেষে জীবনের তাগিদে কর্মস্থলে ফিরছে মানুষ। ফলে সড়কে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। এতে সাভারের ১০ কিলোমিটার সড়কজুড়ে সৃষ্টি হয়েছে যানজট। শুক্রবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়ক ঘুরে দেখা গেছে, ঢাকামুখী লেনে যানবাহনের সারি। কবিরপুর থেকে বাইপাইল পৌঁছাতে সময় লাগছে প্রায় সাড়ে তিন ঘণ্টা। যেখানে স্বাভাবিক সময়ে ১৫ মিনিট লাগে।

সাব্বির হোসেন নামে এক যাত্রী বলেন, ‘আমরা গতকাল রাত ১২টায় গাইবান্ধা থেকে সাভারের উদ্দেশে রওনা করি। সড়কের বিভিন্ন স্থানে যানজটে পড়তে হয়েছে। চন্দ্রা থেকে বাইপাইলের যানজট ব্যাপক ভোগান্তিতে ফেলে দেয়। আমাদের বাইপাইল পৌঁছাতে ৪ ঘণ্টা সময় লেগেছে।’

আমির হামজা নামের অন্য এক যাত্রী বলেন, ‘আমরা চন্দ্রা থেকে যানজটে পড়েছি। বাইপাইল যেতে সাড়ে তিন ঘণ্টা সময় লাগে। শুধু ঢাকামুখী লেনে এই যানজট। এখনো যানজট রয়েছে। শেষ বেলায় এসে যানজট ও প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়তে হলো।’

ঠিকানা পরিবহনের রিজার্ভ বাস চালক হানজালা বলেন, উত্তরবঙ্গের গোবিন্দগঞ্জ ও টাঙ্গাইলে যানজটে পড়তে হয়েছে। যানজটে যাত্রীদের অনেকেই অসুস্থ হয়ে পড়ে। বাইপাইল আসতে সময় লাগলো তিন ঘণ্টা।

ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের অ্যাডমিন হোসেন শহীদ চৌধুরী বলেন, ‘আজ ছুটির দিন হওয়ায় যানবাহনের চাপ বেশি। আমরা কাজ করছি। আশা করছি দ্রুতই যানজট নিরসন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!