রাজারহাটে বিপদসীমার ৬ সেন্টিমিটার উপরেতিস্তার পানি, দুঃশ্চিতায় নদী পাড়ের মানুষ

রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি: প্রবল বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বেড়ে যাওয়ায় দুঃশ্চিতায় পড়েছে নদী পাড়ের মানুষ। এদিকে পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়ে পড়েছে জেলার নদ-নদীর অববাহিকায় নিম্নাঞ্চগুলো। তলিয়ে গেছে আমন আবাদসহ বিভিন্ন সবজির ক্ষেত।

সোমবার (১৪ আগস্ট) সকালে পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তার অববাহিকার গড়াইপিয়ার এলাকার নয়ন মিয়া বলেন, ২-৩ দিন থেকে আবারও তিস্তা নদীর পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে। পানি বাড়া দেখে এখানকার মানুষেরা অনেক দুঃশ্চিতায় আছে। তাছাড়াও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলেও নদী ভাঙে, পানি কমলেও নদী ভাঙে। তিস্তা পাড়ের মানুষের বারোমাসেই কষ্ট।

রাজারহাট কৃষি অফিস জানায়, প্রবল বৃষ্টিপাতে ১৫০ হেক্টর জমির আমন ও ৫০ হেক্টর জমির সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, পানি নেমে গেলে সবঠিক হয়ে যাবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আসা করা হচ্ছে ২-৩ দিনের মধ্যে তিস্তা নদীর পানি কমতে শুরু করবে। তবে এই মুহুূর্তে বড় ধরনের বন্যা হওয়ার আশংকা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!