সাভারে যমযম নূর সিটি প্রকল্পের কাজে হাইকোর্টে নিষেধাজ্ঞা

সাভার প্রতিনিধি: সাভারের আলমনগর এলাকায় অবস্থিত যমযম নূর সিটি হাউজিং প্রকল্পের কাজে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে যমযম নূর সিটির কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এছাড়া আগামী ছয় মাসের মধ্যে ঢাকা জেলা প্রশাসককে এই হাউজিং প্রকল্প পরিদর্শন করে প্রতিবেদন আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, ঢাকার সাভার উপজেলার বনগাঁ ইউনিয়নের কোন্ডা বিলমালিয়া ও চান্দুলিয়া মৌজায় রাজউক, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের কোনরূপ অনুমতি ছাড়াই যমযম নূর সিটি প্রকল্প বাস্তবায়ন কছে এমন অভিযোগে গত ১১ সেপ্টেম্বর ফরহাদ তালুকদার নামে একজন আদালতে রিট দায়ের করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নাজমুল হোসেন এবং তাফসিরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!