মালিক পক্ষের ন্যূনতম মজুরি ১০৪২০ টাকা প্রস্তাবনা প্রত্যাখান করে সাভারে শ্রমিক সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তিঃ সাভারে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধির প্রস্তাব প্রত্যাহার করে অবিলম্বে দ্রব্যমূল্যের সাথে সংগতি রেখে বাঁচার মত ন্যূনতম মজুরি ঘোষণার দাবিতে প্রতিবাদ ও শ্রমিক সমাবেশ করেছে ৬টি শ্রমিক সংগঠন। রবিবার ( ২২ অক্টোবর ) বিকালে সাভার রানা প্লাজার সামনে তাৎক্ষণিক প্রতিবাদ ও শ্রমিক সমাবেশ করে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলন, ও বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন ।

সমাবেশ থেকে বক্তারা বলেন, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের সদস্যদের প্রস্তাবনা প্রত্যাখান করেছেন শ্রমিকরা তাই অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের বাঁচার মতো ন্যায্য মজুরি ঘোষণার দাবি জানান অন্যথায় সাভার, আশুলিয়া,নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিল্প অঞ্চলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম সুজন, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ রাসেল প্রমাকনিক, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার উপজেলা কমিটির সভাপতি এমদাদুল ইসলাম এমদাদ, সাধারণ সম্পাদক কবির খান মনির, সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব, রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলনের ঢাকা জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম নেওয়াজ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাভার আশুলিয়া ধামরাই আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আহমেদ জীবন, আশুলিয়া কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস,বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাভার উপজেলা কমিটির সভাপতি আবদুল মজিদ পাটোয়ারীসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!