আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে সংসদ নির্বাচন-আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এসময় আওয়ামী লীগের আমলে করা উন্নয়নের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা প্রদান করেন। সোমবার (৩ জুলাই) বিকেলে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ভার্চ্যুয়ালি মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচনের কথা জানানোর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের এ নির্দেশ দেন মন্ত্রী।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ তাকজিল খলিফা কাজল উপস্থিত ছিলেন। এছাড়া আগামী ১৪ জুলাই মন্ত্রী আবারও নেতাকর্মীদের সঙ্গে বসবেন বলেও জানানো হয়।

আইন মন্ত্রী বলেন, আমরা এখন স্থিতিশীলভাবে বসবাস করছি। বিএনপি-জামায়াত সেটা পছন্দ করছে না। তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। এমন হলে জনগণকে নিয়ে তাদেরকে প্রতিহত করব। যদি তারা কোনো ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসে, তাহলে দেশ আর দেশ থাকবে না।

মন্ত্রী তার বক্তব্যে নিজ নির্বাচনী এলাকা কসবা ও আখাউড়ার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরার পাশাপাশি ইতোমধ্যেই তিনি ১ হাজার ৫২৫ জনকে সরকারি চাকরি দিয়েছেন বলে জানান। আখাউড়ায় সড়কের একদিকে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড, আরেকদিকে বাজার উল্লেখ করে এতে জনগণের চলাচলের অসুবিধার বিষয়টি তুলে ধরেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!