সাভারে ফ্ল্যাট বাসায় মদের কারখানা, সরঞ্জামসহ আটক ২

সাভার প্রতিনিধিঃ ঢাকার সাভারে জনবহুল এলাকায় ফ্ল্যাট বাসার ভিতর থেকে চোলাই মদ তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। শুক্রবার (৭ জুলাই) গভীর রাতে সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বনপুকুর-বিনোদবাইদ এলাকার আব্দুল কাদের শিকদারের বাড়ির ৫ তলা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মানিকগঞ্জের সিংগায়ের থানার দিনু মিয়া (৩২) ও নওগাঁ জেলার প্রিয়া আক্তার (৩৫)।

স্থানীয়রা জানান, মদ তৈরির বিষয়টি সন্দেহ হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেওয়া হয়। পরে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জসিম ঘটনাস্থলে গিয়ে মদ তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করে নিয়ে যায়।

সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে যাওয়ার খবরে অভিযুক্তরা মদ নষ্ট করার জন্য টয়লেটে ঢেলে ফেলে দেয়। পরে আমরা মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করি। আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!