রাজারহাটে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: “নিরাপদ মাছে ভরবো দেশ- গড়বো স্মার্ট বাংলাদেশ” – এ শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনেকুড়িগ্রামের রাজারহাট উপজেলা মৎস্য বিভাগ আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ/২০২৩ উদযাপিত হয়। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

রাজারহাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস.এম.আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য অফিসার আরিফুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন-উপজেলা সমবায় অফিসার শাহআলম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার উজ্বল কুমার রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রাজারহাট থানার এ এস আই আব্দুস ছালাম, মৎস্যচাষী কবির উদ্দিন, আনোয়ার হোসেন, আব্দুল জলিল, ইসাহাক আলী মন্ডল ও মৎস্যচাষী ইউপি সদস্য শহিদ প্রমুখ।

পরে মৎস্যচাষে বিশেষ অবদান রাখায় ৩ জন মৎস্যচাষীকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর উপজেলা পরিষদের দু’টি পুকুরে বিভিন্ন প্রজাতির ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয় এবং ৪ মৎস্য চাষীকে মৎস্য চাষের উপকরণ সামগ্রী প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!