সাভারে শোরুমের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরি

সাভার প্রতিনিধিঃ সাভারে একটি গাড়ির ইঞ্জিন অয়েলের শোরুমে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা নগদ টাকা ও প্রায় ২০ লাখ ৮৬ হাজার ৫’শ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে, সোমবার ভোর রাতে ঢাকা-আরিচা গেন্ডা বাসস্ট্যান্ড সংলগ্ন রাজাবাড়ি এলাকার ‘রাজ ট্রেড কর্পোরেশন’ এ চুরির ঘটনা ঘটে।

চুরি হওয়া শোরুমের মালিক আবু বক্কর সিদ্দিক বলেন, রবিবার রাত ১১ টার দিকে আমার শোরুম এবং এর পার্শ্ববর্তী গোডাউন তালাবদ্ধ করে বাসায় চলে যাই। পরে সোমবার সকালে শোরুমে এসে দেখি তালা খোলা। এসময় শাটার খুলে ভেতরে প্রবেশ করে দেখি শোরুমের সবকিছু তছনছ এবং প্রায় ২১ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে।

তিনি আরও বলেন, পরবর্তীতে আমাদের এখানের নৈশ প্রহরী মোঃ ইউসুফ আলীকে ডেকে চুরির ব্যাপারে জিজ্ঞাসা করলে তাঁর কাছ থেকে কোনরূপ সদুত্তর পাওয়া যায়নি। তাই আমাদের ধারণা রাতের কোন একসময় নৈশ প্রহরীর যোগসাজশে চোরের দল আমার শোরুমের তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটিয়েছে। পরে বিষয়টি জানিয়ে সাভার মডেল থানায় অভিযোগ দিয়েছি বলেও জানান তিনি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!