আশুলিয়ায় গ্রামীণ ব্যাংকের চারা বিতরণ

আশুলিয়া প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর বৃক্ষপ্রেমের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গ্রামীণ ব্যাংক সারা দেশে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে শনিবার (২২ জুলাই) গ্রামীণ ব্যাংক ধামসোনা আশুলিয়া শাখা, সাভার এরিয়া, মানিকগঞ্জ জোনে ত্রৈমাসিক কেন্দ্র প্রধান বৈঠক শেষে কেন্দ্র প্রধানদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

গ্রামীণ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘোষিত বৃক্ষরোপণের বিশেষ দ্বিতীয় সপ্তাহের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক সাভার এরিয়ার এরিয়া ম্যানেজার মো. আব্দুর রৌফ মোল্লা ও ধামসোনা আশুলিয়ার শাখা ব্যবস্থাপক মো. আজিজুল হক ও অন্যান্য কর্মকর্তা।

কেন্দ্র প্রধানরা জানান, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা পেয়ে তারা খুশি। এতে তাদের গাছের চারা রোপণে আগ্রহ বাড়বে। বাড়িতে ভরে উঠবে ফলদ, বনজ ও ওষুধি গাছে।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের সাথে একাত্মতা ঘোষণা করে ২০২৩ সালে দেশব্যাপী ২০ কোটি গাছের চারা লাগানোর কর্মসূচি গ্রহণ করেছে গ্রামীণ ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!