আশুলিয়ায় বাকবিতন্ডার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেপ্তার

সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় ঘরে ডেকে নিয়ে প্রেমিক হত্যার অভিযোগে রোকেয়া বেগম (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত ওই নারীকে ঢাকায় আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে আশুলিয়ার খেজুরটেক এলাকা থেকে ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত রোকেয়া বেগম সুনামগঞ্জের মধ্যনগর থানার আন্তরপর গ্রামের এরশাদ মিয়ার মেয়ে। কয়েক বছর আগেই রোকেয়ার স্বামী মারা গেছেন। বর্তমানে ৩ সন্তানকে নিয়ে আশুলিয়ার খেজুরটেক এলাকায় থেকে দিন মজুরের কাজ করতেন তিনি। অন্যদিকে নিহত প্রেমিকের নাম আনিছ মিয়া (৪৮)। তার গ্রামের বাড়িও সুনামগঞ্জের একই থানা এলাকায়। আনিছ দীর্ঘদিন ধরে ওই এলাকায় পরিবারসহ বসবাস করে দিনমজুরের কাজ করতেন।

পুলিশ জানায়, ভিকটিম ও অভিযুক্ত ওই নারী দীর্ঘদীন ধরে একই এলাকায় বসবাস করে দিনমজুরের কাজ করতেন। তাদের মধ্যে প্রায় ৪ বছরের প্রেমের সম্পর্ক ছিল। হঠাৎ তাদের মধ্যে তৃতীয় কোন ব্যক্তির সাথে রোকেয়ার প্রেম নিয়ে আনিছের সাথে বাকবিতন্ডা চলে আসছিল। সেই ক্ষোভ থেকেই কথা কাটাকাটির এক পর্যায়ে আনিছের অন্ডকোষ চেপে ধরে রোকেয়া। একপর্যায়ে আনিছ জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়দের সহযোগিতায় আনিছকে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আনিছকে মৃত ঘোষণা করেন।

এদিকে মামলার এজাহারে নিহতের স্ত্রী মমতা বেগম অভিযোগ করেন, পাওনা টাকা লেনদেনের সূত্র ধরে রোকেয়ার বাসায় গেলে তর্ক-বির্তকের এক পর্যায়ে আনিছকে দরজার সাথে ধাক্কা দিলে ফ্লোরে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে সে মারা যায়।

আশুলিয়া থানার (এসআই) উপ-পরিদর্শক জোহাব আলী বলেন, প্রাথমিকভাবে আসামীর সাথে কথা বলে জানতে পেরছি তাদের মধ্য প্রেমের সম্পর্ক ছিল। রোকেয়ার সাথে অন্য পুরুষের সম্পর্ক আছে এমন সন্দেহে আনিছ রোকেয়ার সাথে ঝগড়া-বিবাদ করতো। হত্যার আগে বাকবিতন্ডার এক পর্যায়ে আনিছের অন্ডকোষ চেপে ধরে রোকেয়া। পরে গুরুতর অবস্থায় আনছিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!