ইউসিবির উদ্যোগে ধামরাইয়ে কৃষি উদ্যোক্তাদের বিশেষ প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষিখাতে সহায়তা প্রদানের জন্য এগ্রো-সিএসআর প্রকল্প ২০২৩ ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের উদ্যোগে এক প্রশিক্ষণ-কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সাভার শাখার আয়োজনে ঢাকার ধামরাই উপজেলার মুন্নু কমিনিটি সেন্টারে দিনব্যাপী কৃষি উদ্যোক্তাদের নিয়ে এক প্রশিক্ষণ-কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণে ধামরাই উপজেলার প্রায় ২০০ জন কৃষি উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সাভার শাখার ম্যানেজার মোহাম্মদ আরিফ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। এতে বিশেষ অতিথি ছিলেন, ধামরাই পৌর সভার মেয়র আলহাজ্ব গোলাম কবির।আমি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নবীনগর শাখার ম্যানেজার মো: আলমগীর হোসেন।

অনুষ্ঠানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সাভার শাখার ম্যানেজার মোহাম্মদ আরিফ উদ্দিন বলেন, বেসকারি ব্যাংকগুলোর মধ্যে আমরাই প্রথম কৃষি উদ্যোক্তা তৈরি ও প্রণোদনা সৃষ্টি প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় হাজির হয়েছি। কৃষক যাতে খুব সহজেই, সহজশর্তে ঋণ গ্রহণ করে তাদের কাঙি্ক্ষত ফসল উৎপাদন ও বাজারজাত করতে পারেন, সেই চেষ্টায় আমরা কাজ করে যাচ্ছি। এজন্য আমরা আমাদের প্রকল্পের নাম দিয়েছি ‘ভরসার নতুন জানালা’। আমরা মূলত প্রান্তিক কৃষকদের মনে ভরসা জাগাতে চাই। সেই লক্ষ্য অর্জনে আমরা কাজ করছি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষন দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আরিফুর রহমান, উপজেলা প্রাণিসস্পদ কর্মকর্তা ডা: মো: সেলিম জাহান, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার।

উল্লেখ্য, ‘ভরসার নতুন জানালা’ নামক কর্মসূচির থেকে জানানো হয় কৃষকদের কোনো প্রকার জামনত ছাড়াই সহজ শর্তের ৫ লাখ টাকা কৃষি ঋণ দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!