ফসলী জমির মাটি কাটায় দুই মাটি খেকোকে এক লক্ষ টাকা জারিমানা

সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় ফসলী জমি থেকে চুরি করে মাটি কাটার অপরাধে দুই মাটি খেকো ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জারিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ির বালুরচর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুর রহমান।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুর রহমান জানান,গোহাইলবাড়ি বাজার সংলগ্ন বালুরচর এলাকায় মাটি খেকো বিপ্লব হোসেন ও বিশাল হোসেন দীর্ঘদিন ধরে ফসলী জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করে আসছিলো। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে রাতে সেখানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুর রহমান।

এসময় দুই মাটি খেকো ব্যবসায়ীকে দুটি মামলায় এক লক্ষ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবে না মর্মে মুচলেকা নেয়া হয় তাদের কাছ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!