কাপড়ের দোকানে এসি বিস্ফোরণে দগ্ধ আমজাদ হোসেন মারা গেছে

সাভার প্রতিনিধিঃ সাভারে কাপড়ের দোকানে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কাটিং মাস্টার আমজাদ হোসেন মারা গেছে। মঙ্গলবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস হাউজ ইন্সপেক্টর মেহরুল ইসলাম।

এর আগে গত সোমবার রাতে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডের বাহার সুপার মার্কেটের আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স নামক কাপড়ের দোকানে এসি বিস্ফোরণের ঘটনায় মারাত্মক দগ্ধ হয়েছিলেন আমজাদ হোসেন। ওই ঘটনায় ওই দোকানের মালিক মোঃ ইউসুফ, তার বন্ধু নাহিদ কাওসারও দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছে।

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মেহেরুল ইসলাম জানান, গত সোমবার রাত ৮টা ২৫ মিনিটে কাপড়ের দোকানটিতে ব্যবহৃত এসি বিস্ফোরণের ঘটনায় ওই টেইলার্সসহ লাগোয়া পাশের আল আরাফা টেলিকম এবং খান জেনারেল স্টোরের টিনের শেড উড়ে যায়। এতে বেশ কয়েকজন দগ্ধ ও আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে মঙ্গলবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।
এছাড়া ওই ঘটনায় দোকানের গ্লাস ভেঙ্গে আহত সাইদুল ইসলাম (৩০), বাবু মিয়া (২৪), হাসান নাহিন (৪৮), মোঃ আজাদ (৫০) এবং বাবুলকে (৪৬) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে মালিহা খান (২৬) ও তার স্বামী অনিক হাসানকে (৩২) সাভারের দ্বীপ ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এসি বিস্ফোরণের ঘটনায় ৩টি দোকানে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!